রাজশাহীতে ৩ দিনব্যাপী লোকনাট্য উৎসব শুরু
তারুণ্যের উৎসবের অংশ হিসেবে রাজশাহীতে তিন দিনব্যাপী লোকনাট্য সমারোহ উৎসবের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এ উৎসবটি আয়োজন করেছে। অনুষ্ঠানটি শুরু হয়েছে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজশাহী কলেজ মাঠে।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। তিনি লোকনাট্যের ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, “লোকনাট্য গ্রামীণ জীবনধারা, হাসি-কান্না, রঙ-তামাশা ও দুঃখ-বেদনার এক অনন্য উপস্থাপন। এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এই শিল্পকে বাঁচিয়ে রাখতেই এমন আয়োজন।”
তিনি আরও বলেন, আঞ্চলিক ভাষায় নাটক নির্মাণের মাধ্যমে এলাকার মানুষের জীবনাচার ও সংস্কৃতি আরও গভীরভাবে তুলে ধরা সম্ভব। রাজশাহী অঞ্চলের ভাষা ও সংস্কৃতি সমৃদ্ধ এবং এর স্বাতন্ত্র্য ধরে রাখা গুরুত্বপূর্ণ।
জেলা কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহিনুল হাসান ও সহকারী কমিশনার আশিক জামান। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, শিল্পী এবং কলা-কুশলীরাও অংশগ্রহণ করেন। প্রথম দিন গম্ভীরা ও আলকাপ গান, দ্বিতীয় দিন (শুক্রবার) মনসাপালা ও মাদারপীরের পালা, তৃতীয় দিন (শনিবার) বিয়েরগীত ও লছিমন।
অনুষ্ঠানের দ্বিতীয় ও তৃতীয় দিন বিকেল সাড়ে ৪টায় শুরু হবে।
এই আয়োজন গ্রামীণ সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি লোকনাট্যের ঐতিহ্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।