রাজশাহীতে সরকারি খাল দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, আহত ৫
রাজশাহী মহানগরীর লিলি হল মোড় এলাকায় একটি সরকারি খাল জবরদখলের চেষ্টাকে কেন্দ্র করে মাছচাষিদের বাড়িতে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ৬ এপ্রিল (রোববার) সকাল ১০টার দিকে আওয়ামী লীগের একটি প্রভাবশালী নেতার অনুসারী হিসেবে পরিচিত একদল সন্ত্রাসী খালচাষি সুবহান ও তার শ্যালক সাদ্দামকে খাল ছেড়ে দিতে হুমকি দেয়। বিকেল ৪:৩০ মিনিটে পুনরায় আবু সাইদ, তাহাজুল, মন্টু, বাবু, মেরাজ, শরিফ, মিলন, সম্রাট ও রফিকুলসহ একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলায় সুবহান (৩৬), আসলাম (৬২), রবি (২৪), আনিকা বেগম (২৮), ও রাশিদা বেগম (৫০) গুরুতর আহত হন। তাদের মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতে একাধিক সেলাই দিতে হয়েছে। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে, হামলাকারীরা বাসা থেকে জমি বিক্রির গচ্ছিত ১৬ লাখ ২০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট করে এবং ব্যাপক ভাঙচুর চালায়।
এলাকাবাসীরা জানায়, দীর্ঘদিন ধরে সরকারি খালটি রাসেল, সাদ্দাম ও সুবহান নামক তিনজন ব্যক্তি মাছ চাষের জন্য ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি দখলবাজদের নজর পড়ায় চাষিদের হুমকি-ধামকি দিয়ে এলাকা ছাড়তে চাপ দেওয়া হচ্ছিল।
কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জানান, হামলার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা চিকিৎসা শেষে লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।