ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে সব উন্নয়নকাজ বন্ধের ঘোষণা ঠিকাদারদের

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি::

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সব উন্নয়নকাজ আগামী ২৩ জুলাই (বুধবার) থেকে বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ঠিকাদারেরা। সোমবার (২১ জুলাই) নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।

‘রাজশাহীর সচেতন নাগরিক সমাজ ও রাসিক ঠিকাদারবৃন্দ’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঠিকাদার তরিকুল ইসলাম।

তিনি অভিযোগ করে বলেন, সিটি করপোরেশনে সেবা প্রদানে অচলাবস্থা বিরাজ করছে। সচিব রুমানা আফরোজ কারণ ছাড়া দিনের পর দিন ঠিকাদারদের বিল আটকে রাখছেন। ফলে চলমান উন্নয়ন প্রকল্পগুলোয় ধীরগতি দেখা দিয়েছে, অনেক ক্ষেত্রে কাজ বন্ধ হয়ে পড়েছে।

তরিকুল ইসলাম বলেন, “সচিব রুমানা আফরোজ ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার কারণে নাগরিক সেবা ভেঙে পড়েছে। সচিবের ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। তিনি এপ্রিল মাসে দায়িত্ব নেওয়ার পর থেকেই ঠিকাদারদের সঙ্গে দুর্ব্যবহার করে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, “কাজ শেষ করেও বিল না পাওয়ায় ঠিকাদাররা আর্থিকভাবে বিপর্যস্ত। এমনকি সাবেক কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় কাগজেও তিনি স্বাক্ষর করছেন না। এমন আচরণ শুধু সেবাগ্রহীতাদের হয়রানি নয়, সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে।”

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সচিবের বিরুদ্ধে সিটি করপোরেশনের কনজারভেন্সি, পরিবহন, বিদ্যুৎ ও প্রকৌশল বিভাগসহ বিভিন্ন শাখার কর্মচারীদের কাছ থেকেও অসংখ্য অভিযোগ রয়েছে। কিন্তু চাকরি হারানোর ভয়ে তারা মুখ খুলতে সাহস পান না।

ঠিকাদারেরা বলেন, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ রাসিকের প্রশাসকের দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি গোটা বিভাগের দায়িত্বে থাকায়, নগরের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে তার পক্ষে সময় দেওয়া কঠিন। তাই দ্রুত একজন স্থায়ী প্রশাসক নিয়োগ দেওয়া জরুরি বলে মত দেন তারা।


সংবাদ সম্মেলনে জানানো হয়, “দ্রুত সচিবকে অপসারণসহ অন্যান্য সমস্যার সমাধান না হলে ২৩ জুলাই থেকে সব উন্নয়নকাজ বন্ধ করে দেওয়া হবে। এছাড়া আগামী ২৭ জুলাই নগর ভবনের সামনে মানববন্ধনের আয়োজন করা হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঠিকাদার বেলাল খান, তৌহিদুল ইসলাম, আজিজুল হক ভূঁইয়া, গাজী সালাহউদ্দীন, ইয়াহিয়া খান, রেজাউল ইসলাম, মো. আমিন ও মো. শওকত প্রমুখ।

এ বিষয়ে জানতে সচিব রুমানা আফরোজকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৬:১৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
৫৪৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে সব উন্নয়নকাজ বন্ধের ঘোষণা ঠিকাদারদের

আপডেট সময় ০৬:১৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সব উন্নয়নকাজ আগামী ২৩ জুলাই (বুধবার) থেকে বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ঠিকাদারেরা। সোমবার (২১ জুলাই) নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।

‘রাজশাহীর সচেতন নাগরিক সমাজ ও রাসিক ঠিকাদারবৃন্দ’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঠিকাদার তরিকুল ইসলাম।

তিনি অভিযোগ করে বলেন, সিটি করপোরেশনে সেবা প্রদানে অচলাবস্থা বিরাজ করছে। সচিব রুমানা আফরোজ কারণ ছাড়া দিনের পর দিন ঠিকাদারদের বিল আটকে রাখছেন। ফলে চলমান উন্নয়ন প্রকল্পগুলোয় ধীরগতি দেখা দিয়েছে, অনেক ক্ষেত্রে কাজ বন্ধ হয়ে পড়েছে।

তরিকুল ইসলাম বলেন, “সচিব রুমানা আফরোজ ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার কারণে নাগরিক সেবা ভেঙে পড়েছে। সচিবের ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। তিনি এপ্রিল মাসে দায়িত্ব নেওয়ার পর থেকেই ঠিকাদারদের সঙ্গে দুর্ব্যবহার করে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, “কাজ শেষ করেও বিল না পাওয়ায় ঠিকাদাররা আর্থিকভাবে বিপর্যস্ত। এমনকি সাবেক কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় কাগজেও তিনি স্বাক্ষর করছেন না। এমন আচরণ শুধু সেবাগ্রহীতাদের হয়রানি নয়, সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে।”

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সচিবের বিরুদ্ধে সিটি করপোরেশনের কনজারভেন্সি, পরিবহন, বিদ্যুৎ ও প্রকৌশল বিভাগসহ বিভিন্ন শাখার কর্মচারীদের কাছ থেকেও অসংখ্য অভিযোগ রয়েছে। কিন্তু চাকরি হারানোর ভয়ে তারা মুখ খুলতে সাহস পান না।

ঠিকাদারেরা বলেন, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ রাসিকের প্রশাসকের দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি গোটা বিভাগের দায়িত্বে থাকায়, নগরের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে তার পক্ষে সময় দেওয়া কঠিন। তাই দ্রুত একজন স্থায়ী প্রশাসক নিয়োগ দেওয়া জরুরি বলে মত দেন তারা।


সংবাদ সম্মেলনে জানানো হয়, “দ্রুত সচিবকে অপসারণসহ অন্যান্য সমস্যার সমাধান না হলে ২৩ জুলাই থেকে সব উন্নয়নকাজ বন্ধ করে দেওয়া হবে। এছাড়া আগামী ২৭ জুলাই নগর ভবনের সামনে মানববন্ধনের আয়োজন করা হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঠিকাদার বেলাল খান, তৌহিদুল ইসলাম, আজিজুল হক ভূঁইয়া, গাজী সালাহউদ্দীন, ইয়াহিয়া খান, রেজাউল ইসলাম, মো. আমিন ও মো. শওকত প্রমুখ।

এ বিষয়ে জানতে সচিব রুমানা আফরোজকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।