ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ
রাজশাহীতে বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

রাজশাহীতে এক বাক প্রতিবন্ধী কিশোরী (১২) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওসমান গনি ওরফে ফুয়াদ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে রাজশাহী মহানগরের কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া এলাকায়। বুধবার দিবাগত রাতে কাটাখালী থানা-পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে কাটাখালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, বুধবার সকালে তিনি ব্যক্তিগত কাজে স্থানীয় ইউনিয়ন পরিষদে যান। এ সময় বাক প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে একা রেখে যান। দুপুরে বাড়ি ফিরে তিনি অভিযুক্ত ব্যক্তিকে তার মেয়েকে ধর্ষণ করতে দেখেন। এ সময় তিনি চিৎকার শুরু করলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কাটাখালী থানার ডিউটি অফিসার ওমর ফারুক জানান, অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগীর আইনগত ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হচ্ছে।





















