রাজশাহীতে বই পড়ে পুরস্কার পেল ২ হাজারের বেশি শিক্ষার্থী
বই পড়ে অর্জিত জ্ঞানের স্বীকৃতি হিসেবে রাজশাহীতে পুরস্কার পেয়েছে ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৩০৩ জন ছাত্র-ছাত্রী। শনিবার (১৭ জুলাই) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের ‘স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন ও সেরা পাঠক’-এই চারটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ (এনডিসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার, পাখি বিশেষজ্ঞ ও লেখক ইনাম আল হক, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ডা. আবদুন নূর তুষার, লেখক মাজহারুল ইসলাম তরু এবং গ্রামীণফোন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান মাহমুদুল হাসান।
আলোচনায় বক্তারা বলেন, “বই পড়া শুধু শিক্ষার হাতিয়ার নয়, এটি একজন মানুষের চিন্তা, মনন ও মূল্যবোধের বিকাশ ঘটায়। শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি খুবই কার্যকর।”
এদিন মঞ্চে সরাসরি পুরস্কার গ্রহণ করে ১ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী। বাকি শিক্ষার্থীদের পক্ষে স্কুলের শিক্ষক ও সংগঠকরা পুরস্কার গ্রহণ করেন।
গ্রামীণফোন এই কর্মসূচির বই স্পন্সর করেছে, এবং আয়োজকরা আগামী বছরগুলোতেও এটি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।