রাজশাহীতে পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে রাজশাহীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (তারিখ উল্লেখ নেই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অবস্থিত শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। পুনাকের সভানেত্রী আফরোজা হেলেনের তত্ত্বাবধানে ৪০০ শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে পুনাক সভানেত্রী আফরোজা হেলেন বলেন, “আমরা পুলিশের পাশাপাশি পুনাকের পক্ষ থেকে সবসময় জনগণের পাশে থাকতে চাই। সাধ্য ও চেষ্টার সবটুকু দিয়ে মানুষের সেবা করার লক্ষ্যে আমরা কাজ করছি।”
তিনি আরও বলেন, “পুনাকের মাধ্যমে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এ উদ্যোগ শুধু শীতার্ত মানুষের কষ্ট লাঘব করবে না, বরং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতেও সহায়তা করবে।”
পুনাকের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনাকের যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুর, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদা ওয়াব, যোগাযোগ সম্পাদিকা মাসরুফা তাসনিম, আরএমপি পুনাকের সাধারণ সম্পাদিকা আয়েশা সাইফসহ পুনাক ও আরএমপির অন্যান্য নেতৃবৃন্দ।
রাজশাহীতে পুলিশের বিশেষ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম, বিপিএম।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছে আরএমপি পুনাক। পুনাকের এ উদ্যোগে শীতার্ত মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি তাদের সামাজিক দায়িত্ব পালনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।