রাজশাহীতে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’
১৯ জুলাইয়ের শহীদদের স্মরণে ১৮ ফুট উচ্চতার স্মারক
রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ’। ১৯ জুলাইয়ের ছাত্র ও জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এ স্তম্ভ নির্মাণ করছে গণপূর্ত বিভাগ, সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে।
রাজশাহী গণপূর্ত বিভাগের সূত্র জানায়, ২০ জুলাইয়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করে আগামী ৫ আগস্ট স্মৃতিস্তম্ভটি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হবে।
১৮ ফুট উচ্চতার এই স্মৃতিস্তম্ভে রাজশাহীর গেজেটভুক্ত পাঁচজন শহীদের নাম এবং ১৯ জুলাইয়ের আন্দোলনের জনপ্রিয় স্লোগানগুলো স্থান পাবে। পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১২ লাখ টাকা।
স্মৃতিস্তম্ভের পাশে ইতিপূর্বে রাজশাহী সিটি করপোরেশনের অর্থায়নে স্থাপন করা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বিশাল ম্যুরাল, যার উচ্চতা ছিল ৫৮ ফুট এবং প্রস্থ ৪০ ফুট। তবে গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর ওই ম্যুরালটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সাদা রঙ দিয়ে ঢেকে দেওয়া হয়, যা বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।
স্মৃতিস্তম্ভ নির্মাণের এ উদ্যোগের মাধ্যমে রাজশাহীর রাজনৈতিক ইতিহাস ও গণআন্দোলনের স্মৃতি সংরক্ষণ পাবে একটি দৃশ্যমান রূপ। সংশ্লিষ্টরা জানান, দেশের ৬৪ জেলাতেই জুলাই শহীদদের স্মরণে এমন স্তম্ভ নির্মাণ করা হচ্ছে, যার মধ্যে রাজশাহী অন্যতম।