রাজশাহীতে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া বড় মসজিদ মোড় এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ জুম্মন ইসলাম শান্ত (২৬), ছোটবনগ্রাম হাউজিং কোয়ার্টার এলাকার নুরুল বাশারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল (২৯ জুলাই) রাত সোয়া ৯টার দিকে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি নির্মাণাধীন বাড়িতে এক ব্যক্তি ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানার এসআই মোঃ আব্দুল হাকিম সরকারের নেতৃত্বে একটি টিম রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে জুম্মন ইসলাম শান্তকে গ্রেপ্তার করে।
আসামির কাছ থেকে উদ্ধার করা হয় একটি লোহার তৈরি চাইনিজ কুড়াল, একটি স্টিলের চাকু, একটি লোহার হাসুয়া, দুটি লোহার হাতুড়ি, একটি জিআই পাইপ, একটি প্লাস, একটি কাঠের হকিস্টিক।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুম্মন স্বীকার করে, সে মাঝে মাঝে উক্ত নির্মাণাধীন ভবনে অবস্থান করত এবং ছিনতাইয়ের উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্র সংগ্রহ করেছিল। এছাড়া তার বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, জুম্মনের মূল পেশা ছিল ছিনতাই, এবং সে দীর্ঘদিন ধরে নগরীতে এ ধরনের অপরাধে লিপ্ত ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।