রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রদানকৃত জি আর এর চাল রাজশাহীর পবা উপজেলার মুরারীপুরে অবস্থিত জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রাঙ্গনে বিতরণ করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব আইউব আলী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি মিঠোন, সাধারণ সম্পাদক জরিনা খাতুন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারা খাতুন এবং সংস্থার অন্যান্য সদস্যরা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই পৃথিবীতে প্রত্যেক মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। এখানে যারা আছেন, তারা দৃশ্যমান প্রতিবন্ধী। তবে আমরা যারা আছি, আমাদেরও কিছু না কিছু প্রতিবন্ধীতা রয়েছে। তাই নিজেদের কখনো হেয় মনে করা উচিত নয়।” তিনি আরও বলেন, “সবাই মানুষ, এবং আমি সবার পাশে থাকতে চাই। কোনো ধরনের সমস্যা বা সহযোগিতার প্রয়োজন হলে আমি প্রস্তুত আছি।”
অনুষ্ঠানে প্রধান অতিথি একশো জন দৃষ্টি প্রতিবন্ধীর মধ্যে দশ কেজি করে জি আর চাল বিতরণ করেন। এছাড়াও, সবার জন্য চার কেজি খেজুরও প্রদান করেন তিনি।
এভাবে রাজশাহীতে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সহানুভূতিশীল কার্যক্রম অব্যাহত রেখে তাদের সহায়তার হাত বাড়ানো হচ্ছে।