রাজশাহীতে দুর্নীতি প্রতিরোধমূলক বিতর্ক প্রতিযোগিতা
রাজশাহীর বাগমারা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৫। বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‘দুর্নীতি প্রতিরোধে পরিবারের ভূমিকাই মুখ্য’— এই প্রস্তাবনার পক্ষে ও বিপক্ষে অংশ নেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সামাদ।
বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং দ্বিতীয় স্থান অর্জন করে চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।
উপজেলার মোট আটটি শিক্ষাপ্রতিষ্ঠান চারটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হলো—হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, বড় বিহানালী উচ্চ বিদ্যালয়, সাঁকোয়া উচ্চ বিদ্যালয় এবং কাচারি কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়।
বিতর্ক প্রতিযোগিতা শুরুর আগে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ড. মুহাম্মদ আব্দুল মুমীত।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মতিন, প্রভাষক মামুনুর রশিদ মামুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রেজাউল করিম, এবং ভানসীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফাসহ আরও অনেকে।
প্রতিযোগিতার আগে দুর্নীতি বিরোধী একটি র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানটি আয়োজন করে বাগমারা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।