রাজশাহীতে ডাচ বাংলা ব্যাংক সাময়িক বন্ধ, গ্রাহকদের অসুবিধা
রাজশাহীতে ডাচ বাংলা ব্যাংক সাময়িকভাবে বন্ধ রয়েছে। ব্যাংকের গেটে তালা মারা অবস্থায় দেখা গেছে, যখন অনেক গ্রাহক তাদের টাকা তোলা বা জমা দিতে এসেছিলেন। গেটের সামনে একটি নোটিশ বোর্ডে লেখা ছিল, “সন্মানিত গ্রাহক, বিগত ২ বছর যাবত আমাদের কোর ব্যাংকিং এবং এজেন্ট ব্যাংকিং সিস্টেমে উন্নত প্রযুক্তি ও সফটওয়্যার আপডেট করা হচ্ছে, যা আরও উন্নত ও নিরাপদ ব্যাংকিং সেবা প্রদান করবে।”
নোটিশে আরও জানানো হয়েছে যে, এই আপডেট ভার্সন চালু করার জন্য ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত তিন কার্য দিবসের জন্য ডাচ বাংলা ব্যাংকের কোর ব্যাংকিং এবং এজেন্ট ব্যাংকিং সিস্টেম বন্ধ থাকবে। ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
এদিকে, বহু গ্রাহক এই সাময়িক বন্ধের কারণে সমস্যায় পড়েছেন। তবে ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, সিস্টেম আপডেটের পর গ্রাহকদের জন্য আরও উন্নত ও নিরাপদ সেবা নিশ্চিত হবে।