রাজশাহীতে ডাকাতির সময় আটক ২
রাজশাহী নগরীর তালাইমারী কাঁচাবাজার সংলগ্ন এনামুল হকের বাড়িতে ডাকাতির সময় এলাকাবাসীর প্রতিরোধে দুইজন ডাকাত আটক হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার রাতে একদল ডাকাত বাড়িটিতে হানা দেয় এবং লুটপাটের চেষ্টা চালায়। স্থানীয়রা টের পেয়ে চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসে। এ সময় মো. তাহামিদ ইসলাম (২৬) নামে একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। তিনি নগরীর সাগরপাড়ার মো. তৌফিকুল ইসলামের ছেলে।
এ ঘটনায় আরও দুইজনের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে। তাদের মধ্যে একজন হলেন উম্মে হানী শিলা, যিনি বিনোদপুরের আবু সাহাদাৎ সায়েমের স্ত্রী।
এলাকাবাসীর সাহসিকতায় অপরাধীরা ধরা পড়ায় স্থানীয় নেতৃবৃন্দ তাদের ভূয়সী প্রশংসা করেছেন।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মালেক বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জড়িত অন্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটক দুইজনকে জনগণ গণধোলাই দিয়েছে, তাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।”