রাজশাহীতে ওয়াসার ঘোলা ও নিন্মমানের পানি, দুর্ভোগে নগরবাসী
রাজশাহীতে ওয়াসার পানি সরবরাহ নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সোমবার (৭ এপ্রিল) রাজশাহী নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের মহলদারপাড়া, রোডপাড়া ও তারা মসজিদ এলাকা ঘুরে দেখা গেছে, ট্যাপ থেকে কয়লার মতো কালো ও ময়লাযুক্ত পানি বের হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়াসার পাইপলাইনে সরবরাহকৃত পানি ছিল সম্পূর্ণ কালো এবং দুর্গন্ধযুক্ত। পানি সংগ্রহের পর বালতিতে স্পষ্ট দেখা গেছে কয়লার মতো কালো রং ও দানাদার পদার্থ। এতে রান্নাবান্না, গোসল এমনকি ওজু করাও সম্ভব হয়নি। তারা মসজিদে মাগরিবের নামাজে আগত মুসল্লিরা জানায়, যোহরের সময় যে কালো পানি দেখা গেছে, সন্ধ্যায়ও তার কোনো পরিবর্তন হয়নি।
রোডপাড়া এলাকার বাসিন্দা বাবু, বিপ্লব, সবুজ এবং চা বিক্রেতা জীবন জানান, এর আগে কখনও এতটা ভয়াবহ অবস্থা দেখা যায়নি। মহলদার পাড়ার বাসিন্দা রানা, তাকিয়া ও মাইনুল বলেন, গোসলের জন্য বালতিতে পানি নিতেই পুরোটা কালো হয়ে যায়। এর আগেও কয়েকবার লালচে ময়লা পানি পেয়েছিলাম, এবার পরিস্থিতি আরও খারাপ।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হোটেল ব্যবসায়ী বিপ্লব বলেন, “তারা মসজিদ সংলগ্ন কল থেকে আমি হোটেলের জন্য পানি নেই। আজ সারাদিন কালো পানি আসায় পানি সংগ্রহ করতে পারিনি। ফলে রান্না-বান্না বন্ধ ছিল, ব্যবসারও ক্ষতি হয়েছে।”
এলাকাবাসীর অভিযোগ, বারবার অভিযোগ দেওয়ার পরও ওয়াসা কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। বিষয়টি নিয়ে সোমবার দুপুরে ওয়াসার জোন-২-এর নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেনকে জানানো হলে তিনি বলেন, “বিষয়টি আমরা দেখছি। আজ (সোমবার) না হলেও আগামীকাল (মঙ্গলবার) লোক পাঠানো হবে।”
এলাকাবাসী ওয়াসার প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, “এই পানি ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে, তাই দ্রুত সমস্যা সমাধান না হলে বড় ধরনের ভোগান্তি দেখা দিতে পারে।”