ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রাজনীতিতে যুক্ত হতে চান মৌসুমী, জানালেন নিজেই

চেকপোস্ট ডেস্ক::

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা আরিফা জামান মৌসুমী। ১৯৭৩ সালের আজকের এই দিনে খুলনা শহরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ৩ নভেম্বর ৫০ পেরিয়ে ৫১ বছরে পা রেখেছেন তিনি। এবার তিনি জন্মদিন উদযাপন করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

জন্মদিনে ভক্ত ও দর্শকদের শুভেচ্ছায় ভাসছেন মৌসুমী। তাকে ঘিরে ফেসবুকে নানা পোস্ট করছেন শুভাকাঙ্ক্ষীরা। বর্তমানে নায়িকা আছেন যুক্তরাষ্ট্রে। দীর্ঘদিন ধরেই দেশটিতে অবস্থান করছেন তিনি। আর মৌসুমীর স্বামী ওমর সানী বিশেষ এদিনটি তার ভক্তদের সঙ্গে পালন করেছেন।

অন্যদিকে, একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়িকা বলেন, দেশের একমাত্র নায়িকা মৌসুমী, যার বয়স সবাই জানে। শুনি যে বাকি নায়িকাদের বয়স জানতে অনেকের ঘাম ছুটে যায়। বিষয়টি এমন, সবাই যেন কিশোরী। বয়স আমি গণনার মধ্যে রাখি না। তাহলে মনে হবে, আমার আর প্রয়োজন নেই, মারা যাব। আমার কাছে বয়স শুধুই একটা সংখ্যা। যতক্ষণ দায়িত্বজ্ঞান আছে, কাজ করে যাব। ভেতরকার চঞ্চলতা একই রকম থাকবে। মনের বয়স বাড়তে না দিলেই হয়।

সেই সাক্ষাৎকারে মৌসুমী জানিয়েছিলেন তার আগামী দিনের পরিকল্পনার কথাও। তার ভাষ্য, সবচেয়ে বেশি প্রাধান্য দিই সামাজিক কাজকে। এটাতে আনন্দ পাই। পাশাপাশি রাজনীতি করতে চাই। আর ব্যবসা-বাণিজ্য তো জীবনেরই অংশ। রাজনীতিতে আরও সক্রিয় হতে চান? এমন প্রশ্নের উত্তরে মৌসুমী বলেছিলেন, ধীরে ধীরে সক্রিয় হতে চাই। সবার সঙ্গে চলব ও শিখব। একটা সময় দায়িত্ব নেওয়ার মতো অবস্থা যখন হবে, তখন হয়তো আরও সামনের দিকে পা বাড়াব। তবে এখনই সেসব চিন্তা নয়।

তিনি জানান, রাজনীতিতে যারা জ্যেষ্ঠ ও সক্রিয়, তাদের কথা ভিন্ন। কিন্তু তুলনায় যারা নতুন, তাদের সঙ্গে তুলনা করলে অভিনয় তাকে অনেক প্লাস পয়েন্ট দেয়।

তিনি বলেন, সে জন্য আমার ইচ্ছা রাজনীতিতে আরও সক্রিয় হওয়া। তবে এটা কিন্তু সত্যি, কিছু পেতে হবে, এই চিন্তা আমার নেই। মানুষের জন্য কিছু করতে পারলেই আমার ভালো লাগবে।

প্রসঙ্গত, ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন মৌসুমী। এরপর ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন। পরে ১৯৯২ সালে টেলিভিশনের বাণিজ্যিকধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন পর্দায়। মাত্র ২০ বছর বয়সে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মৌসুমীর। এরপর অসংখ্য হিট সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। অভিনয়ের পাশাপাশি গান গাওয়া, সিনেমা পরিচালনা এবং প্রযোজনাও করেছেন মৌসুমী।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
৫০৭ বার পড়া হয়েছে

রাজনীতিতে যুক্ত হতে চান মৌসুমী, জানালেন নিজেই

আপডেট সময় ১২:১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা আরিফা জামান মৌসুমী। ১৯৭৩ সালের আজকের এই দিনে খুলনা শহরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ৩ নভেম্বর ৫০ পেরিয়ে ৫১ বছরে পা রেখেছেন তিনি। এবার তিনি জন্মদিন উদযাপন করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

জন্মদিনে ভক্ত ও দর্শকদের শুভেচ্ছায় ভাসছেন মৌসুমী। তাকে ঘিরে ফেসবুকে নানা পোস্ট করছেন শুভাকাঙ্ক্ষীরা। বর্তমানে নায়িকা আছেন যুক্তরাষ্ট্রে। দীর্ঘদিন ধরেই দেশটিতে অবস্থান করছেন তিনি। আর মৌসুমীর স্বামী ওমর সানী বিশেষ এদিনটি তার ভক্তদের সঙ্গে পালন করেছেন।

অন্যদিকে, একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়িকা বলেন, দেশের একমাত্র নায়িকা মৌসুমী, যার বয়স সবাই জানে। শুনি যে বাকি নায়িকাদের বয়স জানতে অনেকের ঘাম ছুটে যায়। বিষয়টি এমন, সবাই যেন কিশোরী। বয়স আমি গণনার মধ্যে রাখি না। তাহলে মনে হবে, আমার আর প্রয়োজন নেই, মারা যাব। আমার কাছে বয়স শুধুই একটা সংখ্যা। যতক্ষণ দায়িত্বজ্ঞান আছে, কাজ করে যাব। ভেতরকার চঞ্চলতা একই রকম থাকবে। মনের বয়স বাড়তে না দিলেই হয়।

সেই সাক্ষাৎকারে মৌসুমী জানিয়েছিলেন তার আগামী দিনের পরিকল্পনার কথাও। তার ভাষ্য, সবচেয়ে বেশি প্রাধান্য দিই সামাজিক কাজকে। এটাতে আনন্দ পাই। পাশাপাশি রাজনীতি করতে চাই। আর ব্যবসা-বাণিজ্য তো জীবনেরই অংশ। রাজনীতিতে আরও সক্রিয় হতে চান? এমন প্রশ্নের উত্তরে মৌসুমী বলেছিলেন, ধীরে ধীরে সক্রিয় হতে চাই। সবার সঙ্গে চলব ও শিখব। একটা সময় দায়িত্ব নেওয়ার মতো অবস্থা যখন হবে, তখন হয়তো আরও সামনের দিকে পা বাড়াব। তবে এখনই সেসব চিন্তা নয়।

তিনি জানান, রাজনীতিতে যারা জ্যেষ্ঠ ও সক্রিয়, তাদের কথা ভিন্ন। কিন্তু তুলনায় যারা নতুন, তাদের সঙ্গে তুলনা করলে অভিনয় তাকে অনেক প্লাস পয়েন্ট দেয়।

তিনি বলেন, সে জন্য আমার ইচ্ছা রাজনীতিতে আরও সক্রিয় হওয়া। তবে এটা কিন্তু সত্যি, কিছু পেতে হবে, এই চিন্তা আমার নেই। মানুষের জন্য কিছু করতে পারলেই আমার ভালো লাগবে।

প্রসঙ্গত, ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন মৌসুমী। এরপর ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন। পরে ১৯৯২ সালে টেলিভিশনের বাণিজ্যিকধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন পর্দায়। মাত্র ২০ বছর বয়সে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মৌসুমীর। এরপর অসংখ্য হিট সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। অভিনয়ের পাশাপাশি গান গাওয়া, সিনেমা পরিচালনা এবং প্রযোজনাও করেছেন মৌসুমী।