রাজনীতিতে জনগণের নজর এখন শুধু শেখ হাসিনার দিকে
সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি সম্প্রতি বলেছেন, বর্তমানে জনগণের আগ্রহ শেখ হাসিনা-আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক ঘটনার দিকে নেই।
রনি তার ইউটিউব চ্যানেলের ভিডিও বার্তায় বলেন, মানুষের নজর এখন শুধু হাসিনার কর্মকাণ্ডের ওপর। প্রধান নির্বাচন কমিশনারের শপথ, ড. মুহাম্মদ ইউনূসের বিদেশ যাত্রা বা দেশের ঘন ঘন দুর্ঘটনা, আগুন, মারামারি—এসব খবর মানুষের মনোযোগ কাড়তে পারছে না।
তিনি আরও বলেন, “মানুষ এখন চাইছেন শেখ হাসিনার কোনো ভিডিও, অডিও বা খবর। তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে মুহূর্তের মধ্যে প্রচুর ভিউ হয়।” মানুষের আগ্রহ এখন শুধু হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কিত ঘটনা নিয়েই সীমাবদ্ধ।















