রাজনগরে ওয়ার্ল্ড ভিশনের মিনি পাইপলাইন উদ্বোধন ও হস্তান্তর
বাগেরহাটের রামপাল উপজেলার ৫ নং রাজনগর ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে মিনি পাইপলাইনের শুভ উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১২টায় রাজনগর ইউনিয়নের বড়দূর্গাপুর এলাকার ৬০টি পরিবারের মাঝে এ পাইপলাইন উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিনি পাইপলাইন উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইমরান হোসেন।
অতিথিবৃন্দ জানান, আগে এলাকাবাসীকে নিরাপদ পানির জন্য প্রতিদিন চরম সমস্যার মুখোমুখি হতে হতো। এ মিনি পাইপলাইন স্থাপনের ফলে তারা সহজেই পরিষ্কার পানি পাবেন, যা স্বাস্থ্যঝুঁকি হ্রাস করবে এবং সামগ্রিক স্বাস্থ্যবিধি ও সুস্থতা উন্নত করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়দূর্গাপুর ওয়াটার পয়েন্ট ম্যানেজমেন্ট কমিটির উপদেষ্টা শ্রী রামপ্রসাদ রায়। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এরিয়া প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন মিঃ তিমথী চক্রবর্তী, নান্টু জোয়াদারসহ প্রতিষ্ঠানের সকল প্রোগ্রাম অফিসার এবং শিশু সুরক্ষা বিষয়ক কর্মকর্তারা।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে এ পর্যন্ত ৫ নং রাজনগর ইউনিয়নে প্রদান করা হয়েছে, ৪৯টি ওয়াটার ট্যাংক, ১১৭টি সোলার প্যানেল, ৬টি রিভার্স অসমোসিস মেশিন, ২৬১টি ‘বন্ধু চুলা’।
মিনি পাইপলাইন ও অন্যান্য সুবিধা পেয়ে এলাকাবাসী আনন্দ প্রকাশ করেন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান।