ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর আরও কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

চেকপোস্ট ডেস্ক::

সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজধানীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শনিবার (১৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল রবিবার (১৮ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকাজুড়ে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনসাধারণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো ব্যক্তি বা সংগঠনকে এসব এলাকায় গণজমায়েত, শোভাযাত্রা, মানববন্ধন কিংবা প্রতিবাদ কর্মসূচি পালন না করার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ এলাকায় একই ধরনের নিষেধাজ্ঞা জারি করে। ডিএমপি ঘোষিত এলাকাগুলোর মধ্যে ছিল প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের এলাকা।

এইসব এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধের ঘোষণা এখনো কার্যকর রয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:২১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
৫২৪ বার পড়া হয়েছে

রাজধানীর আরও কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

আপডেট সময় ১০:২১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজধানীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শনিবার (১৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল রবিবার (১৮ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকাজুড়ে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনসাধারণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো ব্যক্তি বা সংগঠনকে এসব এলাকায় গণজমায়েত, শোভাযাত্রা, মানববন্ধন কিংবা প্রতিবাদ কর্মসূচি পালন না করার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ এলাকায় একই ধরনের নিষেধাজ্ঞা জারি করে। ডিএমপি ঘোষিত এলাকাগুলোর মধ্যে ছিল প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের এলাকা।

এইসব এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধের ঘোষণা এখনো কার্যকর রয়েছে।