রাজধানীতে ট্রাকচাপায় ঝালমুড়ি বিক্রেতা কিশোর নিহত
রাজধানীর গুলিস্তান বঙ্গভবনের মোড়ে ট্রাকের ধাক্কায় প্রান্ত পাল (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রান্ত সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোনাকরকাঠি গ্রামের উজ্জ্বল পালের ছেলে। তিনি ঢাকার শ্যামপুর মাদবর বাজার এলাকায় পরিবারসহ বসবাস করতেন এবং পেশায় ঝালমুড়ি বিক্রেতা ছিলেন।
নিহতের বাবা জানান, রাতে ঝালমুড়ি বিক্রি শেষে সাইকেলে করে বাড়ি ফেরার পথে দ্রুতগতির অজ্ঞাত ট্রাক প্রান্তকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
ট্যাগস :