রাজধানীতে গণপিটুনিতে নিহত ২, আহত ১
রাজধানীর কামরাঙ্গীরচরে গণপিটুনিতে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতরা হলেন নাদিম (৩৫) ও মাসুদ (২৯)। আহত সোহাগ (২৮) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
বুধবার (৯ এপ্রিল) রাতে কামরাঙ্গীরচরের সিলেটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনিতে আহত তিনজনকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক নাদিম ও মাসুদকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, “সিলেটি বাজার এলাকায় স্থানীয় জনতা তিনজনকে ধরে গণপিটুনি দেয়। ঘটনাস্থলে একজন মারা যায় এবং হাসপাতালে আনার পর আরও একজনের মৃত্যু হয়।”
ওসি আরও জানান, নিহতদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তবে কামরাঙ্গীরচর থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বুধবার রাতে একটি মামলার বাদীকে হুমকি দেওয়ার সময় জনতা তাদের ধরে ফেলে এবং গণপিটুনির ঘটনা ঘটে।
পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কারা জড়িত ছিল, তা শনাক্তে এলাকায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ প্রাথমিক অনুসন্ধান চলছে।
স্থানীয়রা জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই এলাকায় নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়েছে।