রাউজানে কেন্দ্রীয় সার্বজনীন রাস বিহারী ধাম মন্দির প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী রাস উৎসব শুরু হয়েছে, যা স্থানীয়ভাবে ধর্মীয় ও সাংস্কৃতিক মিলনের এক অনন্য উদাহরণ। এই উৎসব ১৪৩১ বঙ্গাব্দের রাউজান সর্বজনীন রাস উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত হচ্ছে।
১৫ নভেম্বর বৃহস্পতিবার রাতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল মঞ্জু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা রেজাউল রহিম আজম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাস উদযাপন পরিষদের আহ্বায়ক মৃনাল দাশগুপ্ত বাবু।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন তাপস দে। আরও বক্তব্য রাখেন রাস উদযাপন পরিষদের সদস্য সচিব দেবাশীষ দাশগুপ্ত, সাবেক ইউপি সদস্য অলক দাশগুপ্ত, শিক্ষক অনুপম দাশগুপ্ত, সাবেক সাধারণ সম্পাদক উত্তম দাশগুপ্তসহ আরও অনেকে।
পাঁচ দিনব্যাপী এই রাস উৎসবকে কেন্দ্র করে প্রাঙ্গণে জমেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা, যা উৎসবের আনন্দকে আরও রঙিন করে তুলেছে। স্থানীয় ও আশপাশের এলাকার লোকজন এই মেলায় ভিড় জমাচ্ছেন।
এই উৎসব সোমবার সমাপ্ত হবে। ধর্মীয় অনুষ্ঠান ও আলোচনা সভার পাশাপাশি মেলার আয়োজন এ উৎসবকে স্থানীয় সমাজের ঐক্য ও সংস্কৃতির চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.