রাউজানে নানা আয়োজনে আপন পাঠাগারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাউজানে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ‘আপন পাঠাগার’-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল ৩টায় পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে ছিল কেক কাটা, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, সুধীজন মিলনমেলা ও সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতকানিয়া খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম মহাজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার তাপস সরকার।
সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন সমাজকর্মী নুরুল ইসলাম নাহিদ, রাউজান প্রেস ক্লাবের সহ-সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব যীশু সেন এবং সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা।
আপন পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখর ঘোষ আপন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাউজান বেগম রোকেয়া পাঠাগারের সভাপতি ও চিকদাইর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রিয়ম দে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠক মিলন ঘোষ, খোকন ভট্টাচার্য, পাভেল চৌধুরী, শিমূল ঘোষ, ঋত্বিক দেওয়ানজী, অর্পিতা বিশ্বাস, নবনীতা, অবন্তিকা, ভূমিকা, চৈতি, উর্মি, শর্মি, জয়ন্তী, গায়ত্রীসহ অনেকে।
বক্তারা বলেন, “আলোকিত সমাজ গঠনে আপন পাঠাগার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তরুণ প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করতে এই পাঠাগার যে ভূমিকা রাখছে তা অত্যন্ত প্রশংসনীয়।”
আলোচনা সভা শেষে অতিথিরা পাঠাগারের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে একক ও দলীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বটি প্রাণবন্ত হয়ে ওঠে।