রাউজানে দোল উৎসবে মেতেছে হিন্দু ধর্মাবলম্বীরা
রাউজানে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দোল পূর্ণিমা সাড়ম্বরে উদযাপিত হয়েছে। উৎসবের দিনটি রঙিন হয়ে ওঠে আবিরের তালে তালে। লাল, বেগুনী, হলুদ, গোলাপী সহ নানা রঙের আবির থালায় সাজিয়ে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবির দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এতে অংশ নেয় শিশু-কিশোর, তরুণ-তরুণী, বৃদ্ধ-বৃদ্ধা, নানা বয়সী মানুষ।
দোল পূর্ণিমা এবং হোলি উৎসবের মেলবন্ধনে হিন্দুরা আবিরের রঙে নিজেদের রাঙিয়ে তোলেন। একে অপরের সাথে আবির খেলে আনন্দ ভাগাভাগি করে নেন। কয়েকজন ভক্তের সাথে কথা হলে তারা বলেন, “আবির হলো ভালোবাসার রঙ, তাই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ভক্তদের ভালোবাসা ভাগাভাগি করার জন্য এই দোল উৎসবের মাধ্যমে আবির খেলা হয়।”
উৎসবের পরিবেশ ছিল অত্যন্ত প্রাণবন্ত। নাচ-গান, হৈ-হুল্লোড় আর আনন্দে মেতে ওঠে সবাই। ভক্তরা শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ও শ্রদ্ধা নিবেদনের জন্য দোল পূর্ণিমায় আবির খেলার মাধ্যমে নিজেদের ধর্মীয় অনুভূতি প্রকাশ করেন।
এটি একটি ঐতিহ্যবাহী উৎসব, যা শ্রীকৃষ্ণের গোপ-গোপীদের সঙ্গে রঙ খেলার মাধ্যমে শুরু হয়েছিল বৃন্দাবনে। সেই ঐতিহ্য অনুসরণ করে, রাউজানে এই দিনটি পালন করা হচ্ছে, যেখানে ভক্তরা শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার আশায় আবির খেলায় অংশগ্রহণ করেন।