রংপুর বিভাগে হাসপাতাল স্থাপনের দাবি তুলে ধরলেন সারজিস আলম
রংপুর বিভাগে একটি ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’ স্থাপনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। এ দাবির পক্ষে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে সারজিস এ তথ্য প্রকাশ করেন।
স্ট্যাটাসে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের একটি ছবি যুক্ত করে লেখেন, “তিনটি চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের মধ্যে একটি রংপুর বিভাগে স্থাপনের সিদ্ধান্তের জন্য রংপুরবাসীর পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে কৃতজ্ঞতা জানিয়েছি।”
সারজিস আলম আরও লেখেন, “রংপুর বিভাগের প্রত্যন্ত অঞ্চলের মানুষ কীভাবে বছরের পর বছর প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে দুর্বিষহ জীবন যাপন করেছে, সেই কষ্টগুলো তুলে ধরেছি। প্রতিটি জেলার স্বাস্থ্যসেবার অবস্থা, মেডিকেল কলেজের সীমাবদ্ধতা ও একটি আধুনিক হাসপাতালের প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে জানিয়েছি।”
তিনি মনে করেন, রংপুর বিভাগকে স্বাস্থ্যসেবার একটি ‘হাব’ হিসেবে গড়ে তুললে এটি শুধু দেশ নয়, বরং পার্শ্ববর্তী দেশের জনগণের জন্যও চিকিৎসার নির্ভরযোগ্য গন্তব্যে পরিণত হতে পারে।
রংপুর বিভাগে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। তবে নতুন রাজনৈতিক দল এনসিপি’র নেতার সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে এই ইস্যুতে আলোচনা এবং তা সামাজিক মাধ্যমে প্রকাশ জনসচেতনতা ও রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।