যৌথবাহিনীর অভিযানে খুলনায় সাবেক যুবদল নেতা আটক
খুলনায় অস্ত্র ও গোলাবারুদসহ যুবদলের সাবেক নেতা কামরুজ্জামান টুকুকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার গভীর রাতে লবনচরা থানার ৩১ নম্বর ওয়ার্ড হাজী মালেক কবরস্থান সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত কামরুজ্জামান টুকু ওই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে এবং ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি।
যৌথবাহিনী রাত ৩টার দিকে অভিযান চালিয়ে তার ঘর থেকে একটি একনলা বন্দুক, ৯ রাউন্ড গুলি ও একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করে।
লবনচরা থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান জানান, গ্রেফতারের পর টুকুকে থানায় নেওয়া হয়। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিজন সেলে ভর্তি করা হয়।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।