যে কারণে ফেসবুকজুড়ে ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগ
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে #wearenahid বা ‘আমরাই নাহিদ’ হ্যাশট্যাগের মাধ্যমে নাহিদ ইসলামকে সমর্থন জানানো একটি আলোচিত বিষয় হয়ে উঠেছে। নাহিদ ইসলাম, যিনি ছাত্র ও জনতার আন্দোলনের একজন পরিচিত নেতা ও অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, তার বিরুদ্ধে প্রচারিত অপপ্রচারের জবাবে তার সমর্থকরা এই হ্যাশট্যাগের মাধ্যমে সংহতি প্রকাশ করছেন।
সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক পদে তার সুপারিশকৃত নিয়োগপত্রের একটি ছবি ছড়িয়ে পড়ে, যার পরপরই তিনি দাবি করেন যে এই নিয়োগপত্র ইতিমধ্যেই বাতিল করা হয়েছিল এবং এই বিষয়ে ভিত্তিহীন প্রচার চালানো হচ্ছে তাকে বিতর্কিত করার জন্য। নাহিদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এর প্রতিবাদে জানান যে, একটি নির্দিষ্ট মহল তাকে ও তার রাজনৈতিক অবস্থানকে আঘাত করতে এই প্রচার চালাচ্ছে।
এদিকে, বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগত অ্যাক্টিভিস্টরাও তাকে সমর্থন জানিয়ে তার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি মো. আবু সাদিক কায়েমসহ বিভিন্ন শিক্ষার্থীরাও তার লড়াইয়ের প্রশংসা করেছেন।