যুক্তরাষ্ট্রে হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হাডসন নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা সব আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) স্থানীয় সময় বিকেল সোয়া তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফ্লাইট রেকর্ড অনুযায়ী, বেল ২০৬ লংরেঞ্জার মডেলের হেলিকপ্টারটি ম্যানহাটনের আকাশে প্রায় ১৫ মিনিট ধরে উড়ার পর নিউইয়র্ক সিটি ও নিউ জার্সির মধ্যকার নদীতে পড়ে যায়।
বিমানটিতে থাকা ছয়জনের মধ্যে তিনজন শিশু এবং তিনজন প্রাপ্তবয়স্ক ছিলেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র। দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি আংশিকভাবে পানিতে ডুবে আছে এবং উদ্ধারকারী দল দ্রুত সেখানে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
নিউইয়র্ক পুলিশ বিভাগ জানায়, ওয়েস্ট সাইড হাইওয়ে এবং স্প্রিং স্ট্রিটের কাছে পিয়ার ৪০-এর আশপাশে এখনো উদ্ধার তৎপরতা চলছে। হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে বের করা এবং সম্ভাব্য বেঁচে থাকা কাউকে উদ্ধার করাই এখন তাদের মূল লক্ষ্য।
তবে, বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, ফেডারেল এভিয়েশন অথরিটি (FAA) এখনও হেলিকপ্টারটিতে মোট কতজন আরোহী ছিলেন, তা নিশ্চিত করতে পারেনি।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। এ নিয়ে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (NTSB) ও FAA পৃথকভাবে তদন্ত শুরু করেছে।