যুক্তরাজ্য প্রবাসী রশিদের নিমন্ত্রণে সিলেটে ৯৫ ব্যাচের বন্ধুত্বের মিলনমেলা
“স্মৃতির প্রাঙ্গণে, প্রীতির বন্ধন”- এই প্রতিপাদ্য নিয়ে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ১৯৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্য প্রবাসী রশিদ আহমেদের সৌজন্যে।
শনিবার (৪ অক্টোবর) সিলেটের মদিনা মার্কেট এলাকার গার্ডেন প্যালেস রেস্টুরেন্টে আয়োজিত এ মিলনমেলা ছিল স্মৃতি, আনন্দ ও বন্ধুত্বের আবেগঘন এক মিলনক্ষেত্র। বহু বছর পর বন্ধুদের দেখা-সাক্ষাৎ, আড্ডা, হাসি-আনন্দ আর স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
অনুষ্ঠানের ফাঁকে পরিবেশিত হয় মধ্যান্নভোজ। এরপর শুরু হয় আলোচনা সভা, যেখানে সভাপতিত্ব করেন ৯৫ ব্যাচের মনসুর উদ্দিন এবং সঞ্চালনা করেন জাকির হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আয়োজক যুক্তরাজ্য প্রবাসী রশিদ আহমেদ।
বক্তব্যে তিনি বলেন, “আমরা গত দুই বছর ধরে এই মিলনমেলা আয়োজন করে আসছি। এ মিলনমেলার মাধ্যমে আমাদের বন্ধুত্বের বন্ধন আরও গভীর হবে। আমি কথা দিচ্ছি, আমাদের ৯৫ ব্যাচের বন্ধুদের প্রতি তিন মাস অন্তর এই আয়োজন অব্যাহত রাখতে আমি সবসময় পাশে থাকব।”
এছাড়াও বক্তব্য দেন ৯৫ ব্যাচের শিক্ষার্থী ও নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান এবং রুমেনা আক্তার ঝুনু।
প্রায় অর্ধশতাধিক বন্ধু এ আয়োজনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এরপর প্রবাসী রশিদ আহমেদকে বন্ধুদের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বন্ধুত্ব, স্মৃতি আর প্রীতির উষ্ণ আবেগে ভরপুর এই মিলনমেলা হয়ে থাকল ৯৫ ব্যাচের জীবনের এক স্মরণীয় অধ্যায়।