যশোরে ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায়, বিএনপি নেতা গ্রেফতার
যশোর জেলার অভয়নগরে শাহনেওয়াজ কবীর টিপু নামে এক ব্যবসায়ীকে মাটিতে পুঁতে রেখে ৪ কোটি টাকা চাঁদা আদায়ের মামলার অন্যতম আসামি আসাদুজ্জামান জনিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বুধবার রাতে নগরীর হোটেল রোজ গার্ডেন – ২ থেকে তাকে আটক করা হয়। আজ ১৪ আগস্ট দুপুরে অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতার আসাদুজ্জামান জনি নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৪ সালের ২১ নভেম্বর তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছিল। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানিয়েছেন, তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে।
ভুক্তভোগী ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর ও তার স্ত্রী আসমা খাতুনের অভিযোগ, গত বছরের ৫ আগস্টের পর নওয়াপাড়া এলাকার স্থানীয় বিএনপি নেতা ও সাবেক পৌর কমিশনার জনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। তার চাঁদাবাজিতে এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে থাকেন।
অভিযোগ অনুযায়ী, ২ সেপ্টেম্বর সকালে জনি এবং তার সহযোগীরা অস্ত্রের মুখে টিপুকে জিম্মি করে ২ কোটি টাকা দাবি করেন। পরে আসমা খাতুন ব্যাংক থেকে ওই অর্থ প্রদান করেন। একই বছরের ১৮ সেপ্টেম্বর আরও ২ কোটি টাকা আদায়ের জন্য আবারও ব্যবসায়ীকে আটক করে জনি ও সহযোগীরা। এ সময় ব্যবসায়ী প্রান বাঁচাতে নিজের ম্যানেজারের মাধ্যমে ২ কোটি টাকা প্রদান করেন।
আসমা খাতুন জানান, বিএনপি নেতা জনি এবং সাংবাদিক মফিজ উদ্দিনসহ অন্যান্য সহযোগীরা মোট ৪ কোটি টাকা জোরপূর্বক হাতিয়ে নিয়েছেন। বর্তমানে ব্যবসায়ী নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এলাকায় তার ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে।