যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাকিবের লাগামহীন চাঁদাবাজি
যশোরের অভয়নগরে পঙ্গু এক যুবককে তুলে নিয়ে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক রাকিব পাটোয়ারী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
ভুক্তভোগী নয়ন হোসেন (৩৫) ২০০২ সালে যশোর-খুলনা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ডান পায়ে স্থায়ী পঙ্গুত্ব বরণ করেন। দুর্ঘটনায় তার সহযাত্রী ইকবাল মুন্সি ঘটনাস্থলেই প্রাণ হারান। নয়ন বর্তমানে সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগের ছোট একটি ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গরুহাটা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মিন্টু পাটোয়ারীর ছেলে রাকিব পাটোয়ারী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে নয়ন ও তার বড় ভাই ইমন হোসেনের কাছে চাঁদা দাবি করে আসছিল। ইতোমধ্যেই তারা ভয়ভীতি দেখিয়ে কয়েক দফায় লাখ টাকার বেশি চাঁদা আদায় করেছে বলেও অভিযোগ রয়েছে।
চাঁদা না দেওয়ায় গত ১৫ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে নয়নকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় রাকিব, তার মামা বস্তা ইউসুফের ছেলে ইমরান ও সাজু সহ কিশোর গ্যাংয়ের সদস্যরা। এরপর নয়নকে রাতভর শারীরিক নির্যাতন করা হয়। পরদিন সকালে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত রাকিব পাটোয়ারী এলাকায় ভয়ভীতি, চাঁদাবাজি এবং মাদক কারবারে দীর্ঘদিন ধরে জড়িত। তার নামে একাধিক অভিযোগ থাকলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নয়নের পরিবার সূত্রে জানা গেছে।