যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মহান নবী দিবস (সা.) উদযাপন
হযরত মোহাম্মদ মোস্তাফা (সা.) এর ইহজগতে সৌর বার্ষিকী আবির্ভাব দিবস, ৫৭০ ইংরেজি ২৯ আগস্ট, স্মরণে ‘মহান নবী দিবস (সা.)’ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো।
শুক্রবার (২৯ আগস্ট) বাদ জুমা ঢাকা হাইকোর্ট মাজার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এতে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন দরবারের আওলাদেপাক, পীর মাশায়েক এবং নবী প্রেমিকরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালির পরে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) অডিটোরিয়ামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। বক্তারা নবীজির আগমনী দিন ও এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, “আজ মুসলমানদের জন্য আনন্দের দিন। মহান নবী হযরত মুহাম্মদ (সা.) শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে এসেছিলেন। পোশাক দিয়ে ইসলাম ও মুমিনের পরিচয় হয় না; নবীর আদর্শচর্চার মাধ্যমে ইসলামের প্রকৃত পরিচয় দিতে হবে।”
উক্ত অনুষ্ঠান প্রেস বিজ্ঞপ্তি আকারে সকলের কাছে শেয়ার করা হয়েছে।
 
																			 
										 
								                                        















