সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু
মৌসুমের শুরুতেই বাজারে দেশি জাতের আম
সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ মৌসুম শুরু হয়েছে। সোমবার (৫ মে) সকালে সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের চাষি বিল্লাল হোসেনের বাগান থেকে আম সংগ্রহের মধ্য দিয়ে মৌসুমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
প্রথম দিনেই বাজারে উঠেছে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাসসহ বিভিন্ন দেশি জাতের আম। কেজিপ্রতি দাম ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত উঠেছে। বাজারে আম কিনতে ভিড় জমিয়েছে ক্রেতারা।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর জেলায় প্রায় ৬২ হাজার ৮০০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪০০ কোটি টাকা। জেলায় ৫ হাজারেরও বেশি আম বাগানে কাজ করছেন প্রায় ১৩ হাজার চাষি।
তবে বাজার ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ জানিয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, জেলার একটি মাত্র বড় বাজারে আম বিক্রি করতে বাধ্য হওয়ায় সিন্ডিকেটের চাপে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তাদের দাবি, জেলার বিভিন্ন স্থানে একাধিক বাজার চালু ও খোলা মাঠে ভ্রাম্যমাণ পাইকারি বাজার চালু করা হোক।
উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, সাতক্ষীরার আম দেশের বাজারে সবচেয়ে আগে পাকে এবং এর স্বাদ অতুলনীয় হওয়ায় চাহিদাও অনেক বেশি। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, আমে কেমিক্যাল ব্যবহারে কঠোর নজরদারি চালানো হচ্ছে এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণেও প্রশাসন সক্রিয় থাকবে।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল সময়সূচি নির্ধারণ করে জেলা প্রশাসন, যার মধ্যে রয়েছে- ৫ মে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, ক্ষীরশাপাতি, গোলাপখাস ও বৈশাখী, ২০ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া, ৫ জুন আম্রপালি।