মোহাম্মদপুরে ১ ঘণ্টার ব্যবধানে দুই হত্যাকাণ্ড, আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়
রাজধানীর মোহাম্মদপুরে বুধবার (১৬ জুলাই) রাতে মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুটি নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। এতে পুরো এলাকায় নতুন করে আতঙ্ক বিরাজ করছে।
প্রথম ঘটনাটি ঘটেছে রাত ৮টার দিকে মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায়। গুলিবিদ্ধ হয়ে নিহত হন ২৯ বছর বয়সী ইব্রাহিম, যিনি নিজের ডিস ব্যবসার প্রতিষ্ঠানে বসেছিলেন। দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে গুলি চালায় তাকে। স্থানীয়রা ধাওয়া দিয়ে দুজনকে আটক করে গণধোলাই দেয়। পরে সেনাবাহিনী এসে তাদের হেফাজতে নেয়। আটক দুই ব্যক্তির নাম সজীব (৩২) ও রুবেল (৩৫) এবং হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।
দুইয়তম ঘটনা ঘটে রাত ৯টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায়। এখানে পুলিশের সোর্স হিসেবে কাজ করা আল আমিন (২৭) নামে এক যুবককে স্থানীয় কিশোর গ্যাং সদস্যরা কুপিয়ে হত্যা করে। নিহত আল আমিন সম্প্রতি এক মাদক ব্যবসায়ী কিশোর গ্যাং সদস্যের ছোট ভাইকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলেন, যার জেরে তাকে হত্যার শিকার হতে হয়।
পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসান নিশ্চিত করেছেন, পূর্বশত্রুতার কারণে আল আমিনকে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত রিপন বা গিট্টু রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা জানান, দুই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তৎপর রয়েছে এবং দ্রুত আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।