মোহনগঞ্জে সম্পত্তি আত্মসাতের অভিযোগে যুবককে ‘পাগল’ সাজিয়ে নির্যাতন, পুলিশের সহায়তায় উদ্ধার
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মানশ্রী গ্রামে সম্পত্তি আত্মসাতের অভিযোগে ইসলাম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা তাকে ‘পাগল’ আখ্যা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং বাড়িতে আটকে রাখে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে মোহনগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইসলাম উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মানশ্রী গ্রামের জয়নউদ্দিন (৫৫) ও তার দুই ছেলে নুর আহম্মদ (৩৫) এবং নুর নবী (২৪) দেশীয় অস্ত্রসহ ইসলাম উদ্দিনের ওপর হামলা চালায়। নির্যাতনের শিকার ইসলাম উদ্দিন প্রাণে বাঁচতে দৌড়ে রাস্তায় বের হলে অভিযুক্তরা প্রকাশ্যেই তাকে মারধর করে। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে তাদেরও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
স্থানীয়রা জানান, ইসলাম উদ্দিনের এক ছেলে সৌদি প্রবাসী, তার স্ত্রী ঢাকায় থাকেন, এবং ছোট ছেলেকে নিয়ে তিনি একাই গ্রামে বসবাস করেন। এই সুযোগ কাজে লাগিয়ে তার সম্পত্তি দখলের উদ্দেশ্যে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে বলে ভুক্তভোগীর অভিযোগ।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইসলাম উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এলাকাবাসীর দাবি, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের অন্যায় আর না ঘটে। তবে অভিযুক্ত জয়নউদ্দিন ও তার পরিবারের সদস্যরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।