মোরেলগঞ্জে পারিবারিক বিরোধে ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই আটক
বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাই সুনীল মাতাকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগে বড় ভাই নিখিল মাতাকে (৬০) আটক করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সুনীল মাতা পেশায় একজন কৃষক এবং তিনি ডুমুরিয়া গ্রামের সুধাংশু মাতার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক দ্বন্দ্ব ও নিজ বাড়ির সীমানা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল সুনীল মাতা ও তার বড় ভাই নিখিল মাতার মধ্যে। শনিবার বিকেলে এই বিরোধের জেরে সুনীলের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান নিখিল ও তার ছেলে নিলকান্ত মাতা।
পরে রাত ৯টার দিকে সুনীল মাতাকে বাড়ির সামনে একা পেয়ে কুপিয়ে মারাত্মক জখম করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্তরা। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আগেই তিনি মারা যান।
ঘটনার খবর পেয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনার প্রায় তিন ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত নিখিল মাতাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজীব আল রশিদ। তিনি জানান, “ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামি নিখিল মাতাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অন্য অভিযুক্তদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।