মোরেলগঞ্জে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপির পথসভা ও বিক্ষোভ মিছিল
বাগেরহাটের মোরেলগঞ্জে রোড ম্যাপ ঘোষণা করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি। শনিবার (১৮ মে) বিকেল ৫টায় নব্বইরশী বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপন। তিনি বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন প্রয়োজন।”
পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল হক বাবুল। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।
এছাড়া বক্তব্য রাখেন বিএনপি নেতা আবজাল হোসেন জোমাদ্দার, অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু এবং মালয়েশিয়া বিএনপির নেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম।
বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, “দেশে গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই। এই অবস্থা থেকে উত্তরণে আন্দোলনের কোনো বিকল্প নেই।”
বিক্ষোভ ও পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলেও এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।