মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন
মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। সাধারণ সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে অ্যাসোসিয়েশনের বারবার নির্বাচিত সভাপতি মো. মাহমুদ আহসান টিটো পুনরায় সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সরোয়ার হোসেন।
আজ বিকেল ৫টায় নগরীর এম এ বারী সড়কের সি এ্যান্ড এফ ভবনে পুনর্গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নতুন সভাপতি মাহমুদ আহসান টিটো। সভায় অন্যান্য সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ সামসুল আলম, সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, খন্দকার মো. সাজ্জাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাবেদ হোসেন, মো. নেছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান জনি, অর্থ সম্পাদক মুহাম্মাদ মোমিনুল ইসলাম, কাস্টমস বিষয়ক সম্পাদক মো. আমজাদ হোসেন, দপ্তর ও প্রচার বিষয়ক সম্পাদক মো. অহিদুজ্জামান সুমন, সাংস্কৃতিক ক্রীড়া শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম জুয়েল এবং নির্বাহী সদস্য মো. সুমন হোসেন।
সভায় নতুন সভাপতি মাহমুদ আহসান টিটো তার বক্তব্যে বলেন, গত ৫ আগস্ট সৈরাচার সরকার পতনের পর সৃষ্ট অচলাবস্থায় শ্রম অধিদপ্তরের নির্দেশে গঠনতন্ত্র মেনে কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। তিনি সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মোংলা বন্দর তথা খুলনা অঞ্চলের ব্যবসা-বাণিজ্য গতিশীলতা আনার জন্য আগামী দিনে সুচিন্তিত কার্যক্রমের মাধ্যমে কাজ করবেন।
তিনি আরো জানান, ৫ আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন হলে কমিটির অনেক সদস্য আত্মগোপন করেন এবং পরবর্তীতে কমিটি গঠন নিয়ে অচলাবস্থা দেখা দেয়। দীর্ঘদিন অ্যাসোসিয়েশনের কার্যালয় তালাবদ্ধ থাকায় ব্যবসা-বাণিজ্য ব্যাহত হয়। তবে, সম্প্রতি কার্যনির্বাহী কমিটির বৈঠকে সাবেক সভাপতি সুলতান হোসেন খান এবং সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সহ ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেওয়া ৭ সদস্যকে অ্যাসোসিয়েশন থেকে অব্যাহতি দেওয়া হয়।
নতুন কমিটি গঠনের ফলে অ্যাসোসিয়েশন এখন স্থিতিশীলতা ফিরে পেয়েছে এবং সকল সদস্য একযোগে কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।