মোংলায় ৫ শতাধিক চক্ষু রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা
বাগেরহাটের মোংলায় ৫ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতাল।
সোমবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের সহযোগিতায় কুমারখালিস্থ শেখ আব্দুল হাই সাহেবের বাড়ির সামনে স্থাপিত দৃষ্টিদান কমিউনিটি ভিশন সেন্টারে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় গঠিত ১০ সদস্যের একটি চিকিৎসক দল দিনব্যাপী রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।
চিকিৎসাসেবা গ্রহণকারী রোগীদের মধ্যে ৫৮ জনকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করে বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালে পাঠানো হয়।
আগামীকাল (২২ জুলাই) তাদের অপারেশন ও লেন্স স্থাপন শেষে পুনরায় মোংলায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
এই উদ্যোগে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা ও সন্তোষ প্রকাশ দেখা গেছে।
ট্যাগস :