মোংলায় পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার
বাগেরহাটের মোংলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের ছত্তার লেন এলাকার একটি পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, “খবর পেয়ে মোংলা থানার এসআই সোলাইমান ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করেন। পরে তা ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।”
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো নারী অবৈধ গর্ভধারণের কারণে সন্তান জন্ম দিয়ে পুকুরে ফেলে দিয়েছেন। তবে তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা জানা যাবে।”
ট্যাগস :