মুসলিমদের নির্বিচারে হত্যাযজ্ঞের ঘটনায় দুনিয়ার মানুষ মর্মাহত: মাহফুজুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ইসরাইল যে নৃশংসতা চালাচ্ছে, তা মানবতার বিরুদ্ধে এক নির্মম হত্যাযজ্ঞ। রোজাদার নিরাপরাধ মুসলিমদের নির্বিচারে হত্যার ঘটনায় গোটা দুনিয়ার শান্তিপ্রিয় মানুষ মর্মাহত।
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ ২০ মার্চ দুপুরে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর ডাকবাংলা মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, তথাকথিত বুদ্ধিজীবী ও মানবতাবাদীরা ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মুসলিম রাষ্ট্রপ্রধানদের নীরবতায় ইসরাইল ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ বাড়িয়ে চলেছে। তিনি ওআইসিকে জরুরি বৈঠক ডেকে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার এবং ইসরাইলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
অধ্যাপক মাহফুজুর রহমান আরও বলেন, সন্ত্রাসী ইসরাইল যুদ্ধবিরতির ঘোষণার পরও গাজায় নিরস্ত্র মুসলমানদের ওপর হামলা চালিয়ে ৪০০-এর বেশি মুসলমানকে শহীদ করেছে। মুসলিম রাষ্ট্রগুলোর নীরবতার কারণে ইসরাইল পশুর মতো আচরণ করছে। পবিত্র রমজান মাসেও তারা মুসলমানদের ওপর বর্বর হামলা চালাচ্ছে। তিনি জাতিসংঘকে অবিলম্বে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের জোর দাবি জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজীবুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফরাজী, ইসলামী ছাত্র শিবির মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন, সেক্রেটারি রাকিব হাসান, মহানগরী কর্মপরিষদ সদস্য ইকবাল হোসেন, মাওলানা ওলিউল্লাহ, মিম মিরাজ হোসাইন, যুব বিভাগের মোকাররম বিল্লাহ আনসারী, এস এম হাফিজুর রহমান, আব্দুল গফুর, আব্দুল আওয়াল প্রমুখ।