ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ: মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::

ছবি: চেকেপাস্ট

বীর মুক্তিযোদ্ধা কমরেড অ্যাডভোকেট ফিরোজ আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা নাগরিক সমাজের উদ্যোগে ৮ মার্চ নগরীর জন্মভূমি ভবনস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ স্মরণসভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ.ফ.ম মহসীন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার। প্রয়াত মুক্তিযোদ্ধার জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত মুখবন্ধ উপস্থাপন করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান।

বক্তারা বলেন, কমরেড ফিরোজ আহমেদ ছিলেন তুখোড় ছাত্রনেতা, শ্রমিক আন্দোলনের অগ্রসৈনিক, লবণ-পানি বিরোধী ও ভূমিহীন আন্দোলনের পুরোধা। তিনি খুলনার সার্বিক উন্নয়ন আন্দোলনের অন্যতম অগ্রণী নেতা ছিলেন। মানবতার কল্যাণে নিবেদিত এই নেতার কর্মজীবন ছিল সংগ্রাম ও ত্যাগে ভরা। দলমতের ঊর্ধ্বে উঠে তিনি এ অঞ্চলের মানুষের জন্য কাজ করে গেছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং দাতব্য কর্মকাণ্ডে তার অংশগ্রহণ ছিল অনন্য।

সভায় বক্তারা বলেন, আজকের দিনে খুলনার বিভিন্ন সংকট নিরসনে তার পথ অনুসরণ করে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ন্যায্য দাবি আদায়ে নাগরিকদের এগিয়ে আসতে হবে। ফিরোজ আহমেদের ইতিবাচক দিকগুলো গ্রহণ করে খুলনার উন্নয়নে এবং মানবকল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তারা।

স্মরণসভায় বক্তারা প্রয়াত মুক্তিযোদ্ধার স্মৃতি সংরক্ষণের জন্য খুলনা মহানগরীর কোনো সড়ক, স্থাপনা বা অডিটোরিয়ামের নাম তার নামে করার দাবি জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও কবি আবু আসলাম বাবু, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা কবি সাইফুর মিনা, পড়শী সাহিত্য সংস্থার সাধারণ সম্পাদক কবি নুরুন নাহার হীরা, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এফ এম মনিরুজ্জামান, কেএইচ ফাউন্ডেশনের খ.ম. শাহিন হোসেন, সংগঠক ও কবি নাজমুল তারেক তুষার, সংগঠক ও সাংবাদিক মোসলেহ উদ্দীন তুহিন, সমাজসেবক রোটারিয়ান মীর কবির হোসেন, হুমায়ুন কবির, এ কে আজাদ প্রমুখ।

এসময় বক্তারা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে নারীর অধিকার রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:৩৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
৫০৩ বার পড়া হয়েছে

মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ: মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ

আপডেট সময় ১২:৩৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

বীর মুক্তিযোদ্ধা কমরেড অ্যাডভোকেট ফিরোজ আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা নাগরিক সমাজের উদ্যোগে ৮ মার্চ নগরীর জন্মভূমি ভবনস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ স্মরণসভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ.ফ.ম মহসীন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার। প্রয়াত মুক্তিযোদ্ধার জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত মুখবন্ধ উপস্থাপন করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান।

বক্তারা বলেন, কমরেড ফিরোজ আহমেদ ছিলেন তুখোড় ছাত্রনেতা, শ্রমিক আন্দোলনের অগ্রসৈনিক, লবণ-পানি বিরোধী ও ভূমিহীন আন্দোলনের পুরোধা। তিনি খুলনার সার্বিক উন্নয়ন আন্দোলনের অন্যতম অগ্রণী নেতা ছিলেন। মানবতার কল্যাণে নিবেদিত এই নেতার কর্মজীবন ছিল সংগ্রাম ও ত্যাগে ভরা। দলমতের ঊর্ধ্বে উঠে তিনি এ অঞ্চলের মানুষের জন্য কাজ করে গেছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং দাতব্য কর্মকাণ্ডে তার অংশগ্রহণ ছিল অনন্য।

সভায় বক্তারা বলেন, আজকের দিনে খুলনার বিভিন্ন সংকট নিরসনে তার পথ অনুসরণ করে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ন্যায্য দাবি আদায়ে নাগরিকদের এগিয়ে আসতে হবে। ফিরোজ আহমেদের ইতিবাচক দিকগুলো গ্রহণ করে খুলনার উন্নয়নে এবং মানবকল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তারা।

স্মরণসভায় বক্তারা প্রয়াত মুক্তিযোদ্ধার স্মৃতি সংরক্ষণের জন্য খুলনা মহানগরীর কোনো সড়ক, স্থাপনা বা অডিটোরিয়ামের নাম তার নামে করার দাবি জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও কবি আবু আসলাম বাবু, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা কবি সাইফুর মিনা, পড়শী সাহিত্য সংস্থার সাধারণ সম্পাদক কবি নুরুন নাহার হীরা, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এফ এম মনিরুজ্জামান, কেএইচ ফাউন্ডেশনের খ.ম. শাহিন হোসেন, সংগঠক ও কবি নাজমুল তারেক তুষার, সংগঠক ও সাংবাদিক মোসলেহ উদ্দীন তুহিন, সমাজসেবক রোটারিয়ান মীর কবির হোসেন, হুমায়ুন কবির, এ কে আজাদ প্রমুখ।

এসময় বক্তারা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে নারীর অধিকার রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464