মুক্তিজোটের ‘ছড়ি’ প্রতীকে সংসদ সদস্য পদে প্রার্থী রাশেদুল ইসলাম খোকন
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিজোটের ছড়ি প্রতীক নিয়ে সংসদ সদস্য পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রমিক মুক্তিজোটের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রাশেদুল ইসলাম খোকন।
রাশেদুল ইসলাম খোকন বলেন, “আমি সবসময় জনতার পক্ষে কথা বলেছি। তাই এবার আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আপনাদের পক্ষেই সংসদে কথা বলার অধিকার চাই। আপনারা যদি আমাকে সেই সুযোগ দেন, ইনশাআল্লাহ আপনাদের ন্যায্য অধিকার আদায়ে আমি সর্বদা লড়বো।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হতে পারলে জনগণের সকল ন্যায্য দাবি বাস্তবায়ন এবং এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করবো।”
প্রচারণায় শ্রমিক মুক্তিজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ইতিমধ্যে মাঠে সক্রিয় রয়েছেন।
ট্যাগস :