মিরপুরে আলিফ পরিবহনের বাসে গুলি ছুড়ে আগুন
রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের হামলায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গুলি ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে সেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে।
বাসের চালক জানান, সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি হাত ইশারায় বাস থামাতে বলেন। বাস থামানোর পর তারা চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেন। আতঙ্কে যাত্রীরাও দ্রুত বাস থেকে নেমে যান।
চালকের ভাষায়, “বাস থামানোর পর দুর্বৃত্তরা সামনের গ্লাস লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এরপর বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়।”
বাস কর্তৃপক্ষের দাবি, কয়েকদিন আগে নেছার নামের এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের ওপর হামলা চালিয়েছিল। এ ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
পুলিশ জানায়, হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।














