মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে দিনাজপুরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দায়ের করা মাদক মামলাকে ‘মিথ্যা ও সাজানো’ আখ্যা দিয়ে মামলা থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কয়েকজন ভুক্তভোগী। এ দাবিতে শনিবার (৩ মে) বেলা ১২টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. জিয়াউলের পক্ষে নুরনবী জুয়েল। তিনি অভিযোগ করেন, ২০২১ সালের ২০ জুন সন্ধ্যায় বীরগঞ্জের পলাশবাড়ী ইউনিয়নের হীরামনি এলাকায় একটি বাগানে লিচু খাওয়ার সময় তিনি, মো. জিয়াউর রহমান, মো. দুলাল মুন্সি ও মো. বাদল ইসলাম অতর্কিতে সাদা পোশাকে ২০-২৫ জন লোকের হামলার শিকার হন। পরে তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের জোরপূর্বক গাড়িতে তুলে ঢাকার মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যান।
তিনি আরও জানান, সেখানে তাদের শারীরিকভাবে নির্যাতন করে পরিবারের কাছে ৩২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ২২ জুন পরিবারের সদস্যরা ২ লাখ টাকা প্রদান করলেও তাদের মুক্তি না দিয়ে ২৪ জুন হাতিরঝিল থানায় মাদক মামলায় আদালতে চালান দেওয়া হয়। মামলা নম্বর: জিআর-২৮৮/২১, যা বর্তমানে ১০৫৩/২২ হিসেবে চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে নুরনবী জুয়েল দাবি করেন, “মামলার ঘটনাস্থল দেখানো হয়েছে মগবাজার রেললাইনের পাশে, যা সম্পূর্ণ মিথ্যা। আমাদের বীরগঞ্জ থেকে তুলে নিয়ে গিয়ে ঢাকা শহরের এক জায়গাকে ঘটনাস্থল বানানো হয়েছে। সিসিটিভি ফুটেজ প্রকাশ পেলে সব সত্য উদঘাটিত হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভুক্তভোগীরা মো. দুলাল মুন্সি, মো. জিয়াউল ও রফিকুল ইসলাম। তারা সবাই মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।