মা ও শিশু সহায়তা প্রশিক্ষণ ও নির্দেশিকা – ২০২৪ অনুষ্ঠিত
মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা – ২০২৪ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ খুলনার সিএসএস আভা সেন্টারের হল রুমে এ প্রশিক্ষক ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দিকার সভাপতিত্বে প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহেলা পারভীন, সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহারসহ অন্যান্য কর্মকর্তারা।
এ সময় প্রশিক্ষণে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার মহিলা বিষয়ক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিটি মা ও শিশুর কল্যাণে বিশেষ গুরুত্ব বহন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
ট্যাগস :