ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মার্চ ফর গাজায় যোগ না দেওয়ায় ইপিজেডের ২ কারখানায় ভাঙচুর

চেকপোস্ট প্রতিবেদক::

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেওয়াকে কেন্দ্র করে দুইটি পোশাক কারখানায় ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইপিজেড এলাকার শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি নিশ্চিত করেন শিল্পাঞ্চল পুলিশ-৪ এর নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক (ইন্টেলিজেন্স) সেলিম বাদশা।

তিনি জানান, বিকেলে ৩০০-৪০০ জন বহিরাগত শ্রমিক ইপিজেড এলাকায় প্রবেশ করে। তারা ইপিজেডের শ্রমিকদের নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ মিছিল করার চেষ্টা করে। এতে ইউনুস্কো বিডি লিমিটেড গার্মেন্টস এবং অনন্ত হূয়াশিং গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বেধে যায় এবং উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কারখানাগুলোর কাচ ভাঙচুর করা হয়।

সংঘর্ষের খবর পেয়ে শিল্পাঞ্চল পুলিশ, থানা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “ঘটনার পর সেনাবাহিনী ৪৫ জনকে আটক করে এবং পরবর্তীতে তাদের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”

তিনি আরও বলেন, “ফিলিস্তিন ইস্যু তো একটি নিরপেক্ষ মানবিক বিষয়। এখানে সব দলের মানুষই সংহতি প্রকাশ করে। তবে এই ঘটনার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, সেটি আমরা তদন্ত করে দেখছি। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
৫১৫ বার পড়া হয়েছে

মার্চ ফর গাজায় যোগ না দেওয়ায় ইপিজেডের ২ কারখানায় ভাঙচুর

আপডেট সময় ১১:০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেওয়াকে কেন্দ্র করে দুইটি পোশাক কারখানায় ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইপিজেড এলাকার শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি নিশ্চিত করেন শিল্পাঞ্চল পুলিশ-৪ এর নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক (ইন্টেলিজেন্স) সেলিম বাদশা।

তিনি জানান, বিকেলে ৩০০-৪০০ জন বহিরাগত শ্রমিক ইপিজেড এলাকায় প্রবেশ করে। তারা ইপিজেডের শ্রমিকদের নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ মিছিল করার চেষ্টা করে। এতে ইউনুস্কো বিডি লিমিটেড গার্মেন্টস এবং অনন্ত হূয়াশিং গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বেধে যায় এবং উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কারখানাগুলোর কাচ ভাঙচুর করা হয়।

সংঘর্ষের খবর পেয়ে শিল্পাঞ্চল পুলিশ, থানা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “ঘটনার পর সেনাবাহিনী ৪৫ জনকে আটক করে এবং পরবর্তীতে তাদের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”

তিনি আরও বলেন, “ফিলিস্তিন ইস্যু তো একটি নিরপেক্ষ মানবিক বিষয়। এখানে সব দলের মানুষই সংহতি প্রকাশ করে। তবে এই ঘটনার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, সেটি আমরা তদন্ত করে দেখছি। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464