‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে শেখ হাসিনার ফাঁসির দাবি, ঢলে ভরেছে শহীদ মিনার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, যেখানে হাজার হাজার শিক্ষার্থী ও জনতা অংশ নেন। তারা শেখ হাসিনা ও জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানিয়ে স্লোগান দিয়েছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে শহীদ মিনার এবং তার আশপাশের এলাকায় জনসমুদ্রের মতো জমায়েত দেখা যায়। দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা ছাত্র-জনতা ব্যানার নিয়ে অংশগ্রহণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছিল পুরোপুরি জনাকীর্ণ। ঢাকার বাইরের বিপ্লবীরা সকাল থেকেই শহীদ মিনারে অবস্থান করতে শুরু করেন।
স্লোগানে শোনা গেছে, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি’ প্রভৃতি। বক্তারা বলেন, শহীদদের রক্তের দাগ এখনও শুকায়নি, এবং কিছু ব্যক্তি ও দল স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করছে। তারা আরও জানান, দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করতে তারা প্রয়োজনে এসব প্রতিবন্ধকতাকে প্রতিহত করবেন।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আহতরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের পক্ষ থেকে আগে জুলাই প্রক্লেমেশন বা জুলাই ঘোষণার ঘোষণা দেওয়া হলেও সরকারের পক্ষ থেকে সেই ঘোষণার সিদ্ধান্ত নেওয়ার পর সংগঠনটি তাদের পূর্ববর্তী সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
এই কর্মসূচি শহীদ মিনার এলাকায় এক বিশাল জমায়েত তৈরি করে, যেখানে ছাত্র-জনতা একযোগে তাদের দাবির পক্ষে উচ্চকিত স্লোগান তুলে প্রতিবাদ জানান।