মায়ের সাথে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু আলভী
রাউজানে মায়ের সাথে বেড়াতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে মো. আলভী নামে চার বছর বয়সী এক শিশু। রবিবার বিকালে তার মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজন ও স্থানীয়দের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
জানা গেছে, শনিবার দুপুরে আলভীকে সঙ্গে নিয়ে ফটিকছড়ি উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন তার মা শরীফা আকতার। দাওয়াত চলাকালীন সবাই যখন দুপুরের খাবার খাচ্ছিলেন, তখন ছোট্ট আলভী খেলতে বের হয়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
রবিবার দুপুরে স্থানীয়রা ওই এলাকার একটি পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখে উদ্ধার করেন। স্থানীয়দের ধারণা, খেলতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে যায় শিশুটি এবং সেখানেই তার মৃত্যু হয়।
মো. আলভী রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হেদায়ত আলী মুন্সির বাড়ির ওমান প্রবাসী মো. তসলিম উদ্দিনের ছেলে।
এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের প্রতি আরও বেশি নজর রাখার আহ্বান জানিয়েছেন, যাতে এমন দুঃখজনক ঘটনা এড়ানো যায়।