মানুষের কল্যাণে নিয়োজিত থাকাটা আমাদের দায়িত্ব: নসিমুল গনি
“জনগণের সেবায় ২৪ ঘণ্টা কাজ করাই পুলিশের দায়িত্ব। মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখাটা শুধু কর্তব্য নয়, এটি আমাদের পেশাগত ও নৈতিক দায়িত্ব।” — বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নসিমুল গনি।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) অডিটোরিয়ামে খুলনা বিভাগের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নসিমুল গনি বলেন, “পুলিশ বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিতে সদা প্রস্তুত একটি বাহিনী। সীমাবদ্ধতা থাকলেও সেবার মানোন্নয়নে আন্তরিকতা ও সচেতনতা অপরিহার্য। সমাজে মূল্যবোধ ফিরিয়ে আনতে হলে আত্মসমালোচনার সাহস থাকতে হবে, নিজের ভুল খুঁজে সংশোধনের উদ্যোগ নিতে হবে।”
তিনি আরও বলেন, “সৃষ্টিকর্তার দেওয়া মেধা ও প্রজ্ঞাকে মানুষের কল্যাণে কাজে লাগানোই শ্রেষ্ঠ দায়িত্ব। জনগণের সেবক হিসেবে পুলিশকে সুবিচারের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। মনে রাখতে হবে, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী—জনগণের জন্য কাজ করাই আমাদের মূল দায়িত্ব।”
গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, তারা সময়ের শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগকে মূল্যায়ন করতে হলে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে হবে এবং রাষ্ট্র পরিচালনায় আরও মানবিক হতে হবে।”
সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক। স্বাগত বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জুলফিকার আলী হায়দার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট আবদুল কুদ্দুস চৌধুরী।