মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ১০
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গ্যাসভর্তি বেলুন বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-মো. মাজহারুল ইসলাম (২৭), মো. বিল্লাল (৪৫), মো. ফাহাত (২০), মো. মুনসুর ইসলাম (৩৮), মো. শরীফ (৩২), মো. পলাশ (২১). মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মো. মিশু (২৩), মো. মিহাত (১৭)
তাদের মধ্যে অধিকাংশেরই হাত, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশে হালকা দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া গেছে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, “আহত ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর কেউ না থাকলেও নিরাপত্তার বিষয়ে সচেতন থাকা জরুরি।”
আয়োজক সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট দুপুর ২টা ২৫ মিনিটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের স্মরণে একটি প্রতীকী হেলিকপ্টার আকৃতির গ্যাস বেলুন উড়ানোর আয়োজন করা হয়েছিল। সেই বেলুনটিই বিস্ফোরিত হয়।
বেলুনটি গ্যাসে ভরার সময় কোনো আগুন বা স্পার্কের মাধ্যমে তা বিস্ফোরিত হয়ে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার সঠিক কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিস্ফোরণ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সাধারণ মানুষ ও কয়েকটি সংগঠন।