মাধবপুর শাহজিবাজার গ্রিডে আবারও আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ
হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টা ৩৭ মিনিটে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (PGCB)-এর TR-2 নম্বর ব্রেকার ও সিটিতে হঠাৎ আগুন লাগে। এর ফলে শাহজিবাজার গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
PGCB’র একটি বিশ্বস্ত সূত্র জানায়, TR-2 নম্বর ব্রেকারে ‘ফ্ল্যাশিং’ বা ঝলক লাগার মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ব্রেকার ও সংযুক্ত যন্ত্রাংশে। ফায়ার সার্ভিস ও গ্রিড উপকেন্দ্রের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুপুরের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসলেও এর আগেই গুরুত্বপূর্ণ সরঞ্জামের ক্ষতি হয় এবং পুরো গ্রিড উপকেন্দ্র অচল হয়ে পড়ে।
ঘটনার পরপরই পিজিসিবির প্রকৌশলীরা জরুরি ভিত্তিতে মেরামত কাজে নেমেছেন। তবে আগুনে ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ পরিবর্তন এবং সিস্টেম রিস্টোরে কত সময় লাগবে-সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি কর্মকর্তারা।
PGCB’র একজন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী বলেন, “আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছি। ক্ষতির পরিমাণ এখনো পর্যালোচনায় রয়েছে। তবে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করার চেষ্টা চলছে।”
এ ঘটনায় হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। অনেক এলাকায় পুরোপুরি বিদ্যুৎহীন অবস্থা বিরাজ করছে। এতে চা বাগান, শিল্প-কারখানা, দোকানপাটসহ সাধারণ জনজীবনে মারাত্মক প্রভাব পড়েছে।
বিশেষ করে শাহজিবাজার, শায়েস্তাগঞ্জ, মাধবপুর, নবীগঞ্জ ও এর আশপাশের অঞ্চলের মানুষ দুপুরের পর থেকেই বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। বিভিন্ন শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট মহলের আশা, অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। তবে গ্রিড-সম্পর্কিত যেকোনো সমস্যায় প্রযুক্তিগত জটিলতা থাকায় সময়ক্ষেপণ হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।